আমি যে সময়টায় এসএসসি পরীক্ষা দিয়েছি, সে সময়ে আমার অনেক বন্ধু A+ পায়নি। কিন্তু পরবর্তীতে তাদের কেউ কেউ দেশের ভিতরে এবং বাইরে খুব ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়েছে। কেউ কেউ খুব ভালো জায়গায় কাজ করছে। অনেকে দারুণ কিছু উদ্যোগ নিয়ে নানাভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জন্য। তারা হতাশ হয়ে থেমে যায়নি, জীবনের ভিন্ন ভিন্ন লক্ষ্যে এগিয়ে গিয়েছে!
একটি পরীক্ষার ফলাফলের মূল্য কখনোই একটি জীবনের মূল্য নির্ধারণ করে না। জীবনকে অর্থবহ করার জন্য রয়েছে একাধিক মঞ্চ।
প্রিয় এসএসসি ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক, মনে রাখবেন-
পরীক্ষার ফলাফল কোন ব্যক্তির সামগ্রিক সফলতা নয়।
পরীক্ষার ফলাফল কোন ব্যক্তিকে সংজ্ঞায়িত করে না ।
প্রতিটি ব্যক্তির অনন্য প্রতিভা এবং দক্ষতা রয়েছে।
যে কোন ফলাফল গ্রহণ করুন এবং তাকে উদযাপন করুন।
অন্যের সাথে তুলনা নয়- ব্যক্তি হিসেবে নিজের স্বপ্ন অনুসরণ করুন, অনুসরণ করতে উদ্বুদ্ধ করুন।
©
Tarannum Musarrat Tusqa
Consultant Psychologist | Safeguarding Advocate | Mental Health & Wellbeing Specialist | Clinical Psychology, DU | International Affiliate, (APA), USA | Islamic Psychology & Counselling, Al Balagh Academy, UK