– “বাচ্চাদের কী দোষ ছিলো?”
– “ওরাই কেন?”
– “আমার বাচ্চাই কেন?”
– “ওর জায়গায় যদি আমার বাচ্চা থাকতো?”
গতকাল থেকে এরকম নানারকম প্রশ্নবাণে আমরা হতবিহ্বল হয়ে আছি! কোথায় নিজের হতাশার জানান দিবো, কোথায় ক্ষোভ ঝাড়বো, কোথায় অসহায়ত্ব আর আতংকের কথা বলবো -জানি না। সোশ্যাল মিডিয়ায় কিছু বলেই যেন একটু হালকা হতে চাই!
আমি এখন সেই মানুষদের কিছু বলতে চাই… আমাদের, যাদের হাত পা বাঁধা, যাদের কথা- অশ্রুশূন্য কান্না কেউ শুনছে না…
✅ আমরা কী জানি আল্লাহ আমাদের সুসংবাদ দিচ্ছেন?
✅ আমরা কী জানি যে আমরা আল্লাহর পছন্দের বান্দা?
✅ আমরা কী জানি যে আল্লাহ আমাদের Emotion কে Grounded করছেন?
✅ কেউ কথা বলে না, শোনে না, বুঝে না- কিন্তু আমরা কী জানি যে আমাদের এই কষ্টের সময়টা বুঝেই আল্লাহ আমাদের সাথে কথা বলছেন?
📍 আল্লাহ আমাদের সূরা বাকারাতে কী বলেছেন?
🔍”আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব (কখনও) কিছুটা ভয়-ভীতি দ্বারা, (কখনও) ক্ষুধা দ্বারা এবং (কখনও) জান-মাল ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। সুসংবাদ শোনাও তাদেরকে, যারা (এই অবস্থায়) ধৈর্যের পরিচয় দেয়।
🔍 যারা কোনও বিপদ দেখা দিলে বলে ওঠে, আমরা সকলে আল্লাহরই এবং আমাদেরকে তাঁর কাছেই ফিরে যেতে হবে।
🔍এরাই তারা, যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ করুণা ও দয়া রয়েছে এবং এরাই আছে হিদায়াতের উপর।” (আল কুরআন : ২:১৫৫-১৫৭)
🏮আল্লাহ পরীক্ষা করবেন…
কাকে পরীক্ষা করবেন আমরা জানি না
কীভাবে করবেন তাও জানি না
কিন্তু এই পৃথিবীর পরীক্ষা কেন্দ্রেই আমাদের অবস্থান।
না, বাচ্চারা কোনো দোষ করেনি। তারা নিষ্পাপ। তারা আল্লাহর কাছে ফিরে গেছে সবচেয়ে পবিত্র অবস্থায়। বাচ্চারা যার কাছে আছে তিনি সবচাইতে বড় Guardian!
তাদের মৃত্যু আসলে আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষার নাম Collective Trauma!
কীভাবে পার করবো এই পরীক্ষা? সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন!
💡 আল্লাহর সিদ্ধান্তের acceptance
💡 নিজের কষ্ট দমন না করে, আল্লাহর কাছে নিয়ে যাওয়া
💡 জীবনের উদ্দেশ্যকে আল্লাহ অভিমুখী করে Committed Actions গ্রহণ করা
…এবং আমরা এই পরীক্ষাগুলো পার করে যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলছেন যে তার নির্ধারিত পথেই আমরা হাঁটছি, তিনি আমাদের সাথে আছেন।
আল্লাহ সবার পরীক্ষা সহজ করুন!
আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথটা সহজ করুন!
আমাদের বাচ্চারা এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছে!
ফী আমানিল্লাহ…
©
Tarannum Musarrat Tusqa
Consultant Psychologist | Safeguarding Advocate | Mental Health & Wellbeing Specialist | Clinical Psychology, DU | International Affiliate, (APA), USA | Islamic Psychology & Counselling, Al Balagh Academy, UK